Skip to content
Home » govt jobs circular 2024 » Mongla Port Authority Job Circular 2021 – www.mpajobsbd.com

Mongla Port Authority Job Circular 2021 – www.mpajobsbd.com

Mongla Port Authority MPA published New job vacancy Notice at wwww.mpa.gov.bd. MPA Job Circular offer total 33 New vacancy in this post.Graduate Student also apply this MPA govt circular.

MPA Job Circular

Application Published Date : 08 March 2021
Organization: Mongla Port Authority MPA
Job Type : Governments Jobs
Age Limit For Jobs: 18 to 40 Years
Number of Job Vacancies : 33
Post Details: See The Circular
Application Fee : 100 – 500 Taka
Educational Qualification: Mention below
Source : Official website

Official website : www.mpa.gov.bd
Salary : Depend on circular
Job Level: Top Level
Application Start Date: 10 March 2021
Job Nature: Full-time
Online Application Closing Date: 25 March 2021
For more information see below this original circular.

Online Application

আবেদনের শর্ত ও নিয়মাবলী

১। প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ঠিকানাঃ www.mpajobsbd.com। অনলাইনে আবেদন শুরুর তারিখঃ ১০/০৩/২০২১ তারিখ সকাল ১০.০০ ঘটিকা এবং শেষ সময় ২৫/০৩/২০২১ তারিখ রাত্র ১২.০০ ঘটিকা

০২. অনলাইনে আবেদন ফরম যথাযথভাবে পূরণপূর্বক সফলভাবে সাবমিট করার পর ফাইনাল কম্পিউটার প্রিন্ট আউট কপির সাথে মোংলা বন্দর কর্তৃপক্ষ এর অনুকূলে যে কোন তফশিলী ব্যাংক হতে ১নং ক্রমিকের পদের ক্ষেত্রে ৫০০/- টাকা, ২ থেকে ৪ নং ক্রমিকের পদের ক্ষেত্রে ১০০/- টাকা এবং ৫ থেকে ৬ নং ক্রমিকের পদের ক্ষেত্রে ৫০/- টাকার পে- অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য), ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা ০৩ কপি ছবি সংযুক্ত করে এবং খামের উপর পদের নাম উল্লেখপূর্বক পরিচালক (প্রশাসন), মোংলা বন্দর কর্তৃপক্ষ, ডাকঘর-মোংলা- ৯৩৫১, জেলা-বাগেরহাট বরাবর প্রেরণ করতে হবে।

০৩. আবেদনকারী অনলাইন আবেদনের ০১(এক) কপি সংরক্ষণ করবে। অনলাইনে আবেদন ফরমপূরণ ব্যতিরেকে স্বহস্তে পূরণকৃত আবেদন গ্রহন করা হবে না। আবেদন পত্র ডাকযোগে অথবা কুরিয়ার যোগে প্রেরণ করতে হবে। হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

০৪. সংশ্লিষ্ট সকল সনদপত্রের (যদি থাকে) মূল সনদ ও ০১ কপি করে ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (যদি থাকে) মৌখিক পরীক্ষার সময় সংগে আনতে হবে যা সরকারি গেজেটেড ১ম শ্রেণির কর্মচারীর নামাঙ্কিত সীলমোহরসহ সত্যায়িত হতে হবে। সরকারি গেজেটেড ১ম শ্রেণির কর্মচারীর নিকট হতে চারিত্রিক সনদপত্র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার/সিটি কর্পোরেশনের কাউন্সিলর এর নিকট হতে নাগরিকত্ব সনদপত্রের মূল কপি মৌখিক পরীক্ষার সময় সংগে আনতে হবে।

০৫. বিজ্ঞপ্তিতে বর্ণিত যে কোন পদের সংখ্যা হ্রাস/ বৃদ্ধি হতে পারে।

০৬. যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানের স্থান, তারিখ ও সময়সূচি মবক এর ওয়েব সাইট- www.mpa.gov.bd এ প্রকাশ করা হবে। www.mpajobsbd.com থেকে প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষার সময় সাথে আনতে হবে।

০৭. ইতোপূর্বে এ পদে চাকুরীর জন্য যে সকল প্রার্থীগণ আবেদন করেছেন তাদের আবেদন বাতিল বলে গণ্য হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী তাদেরকে পুণরায় আবেদন করতে হবে।

০৮. দরখাস্তে বর্ণিত কোন সনদপত্র, প্রত্যয়নপত্র ও ঘোষিত তথ্যাদি অসত্য প্রমাণিত হলে দরখাস্ত বাতিলসহ ঐ দরখাস্তকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

০৯. সরকারি ও অন্যান্য সংস্থায় চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

১০.মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২(বত্রিশ) বৎসর হবে।

১১. সরকারি ছাড়পত্র ও প্রাক-পুলিশ প্রতিবেদন সন্তোষজনক প্রাপ্তি সাপেক্ষে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা হবে।

১২. কোন প্রকার তদবির/প্রভাব বিস্তার প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

১৩. কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন/বাতিলের চূড়ান্তক্ষম তা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

১৪. কোটা সংক্রান্ত বিষয়ে সরকারী নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হবে।

১৫. অনলাইন আবেদনের ক্ষেত্রে কোনরুপ সমস্যার সম্মুখীন হলে [email protected] ঠিকানায় যোগাযোগ করা যাবে।

If You want to apply Mongla Port Authority govt job circular through online you have to visit there official website . For Next Updates about MPA Job circular Vacancy Notice, Exam Result or Admit card Download stay with us.

Get More Jobs :