www.pmk-bd.org published Palli mangal karmasuchi PMK job circular today. bdjobs news site Noticed this Vacancy news on 2021. PMK offer Recruitment in there circular. www.ejobscircular.com ngo job circular published on 18 April 2021 . Bachelor of Medicine and Bachelor of Surgery(MBBS) Student can apply this job. Medical Officer etc post available at BD PMK circular.
Palli mangal karmasuchi PMK job circular 2021
Application Published Date : 18 April, 2021
Source : bdjobs
Website address : www.pmk-bd.org
Application Last Date : 10 May, 2021
পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) একটি জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম পরিচালনার জন্য নিম্নবর্ণিত পদে লোক নিয়োগ করা হবে।
ক্রঃন | পদের নাম | শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা | অভিজ্ঞতা ও বয়স | |
০১ | মেডিকেল অফিসার | Bachelor of Medicine and Bachelor of Surgery(MBBS) বেতন ঃ আলোচনা সাপেক্ষ |
|
Apply Instruction
আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতা, চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক/নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি) এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি (সত্যায়িতসহ) প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), বাড়ী-১২৩, ফ্ল্যাট-এ-২ ও বি-২, রোড-১৩/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯ এই ঠিকানায় ক্রমিক নং ০০১ পদের প্রার্থীগণ ১১/০৫/২০২১ তারিখ সকাল ৮:৩০ ঘটিকায় প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), পিএমকে ভবন, জিরাব, আশুলিয়া, ঢাকা এই ঠিকানায় আবেদনপত্রসহ উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। আবেদন পত্রে অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে, অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই।
শর্তাবলী ঃ সাক্ষাৎকারের সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে। পরীক্ষায় অংশগ্রহনের জন্য রেজিষ্ট্রেশন ফি বাবদ ২০০ (দুইশত) টাকা (অফেরতযোগ্য) নগদে প্রদান করতে হবে। চাকুরীতে যোগদানের সময়ে সর্বসাকুল্যে বেতনের সমপরিমান টাকা জামানত হিসাবে জমা দিতে হবে; যা চাকুরী শেষে সংস্থার নিয়ম অনুযায়ী সুদসহ ফেরৎযোগ্য। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
নোট ঃ নিয়োগের ক্ষেত্রে নারী/পুরুষ প্রার্থীকে সম-সুযোগ প্রদান করা হবে। ধুমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই। বিস্তারিত জানতে ভিজিট করুন ঃ www.pmk-bd.org
Hope you like this Palli mangal Karmasuchi PMK job circular. Before apply this NGO circular please read carefully and Apply. For more Help for this job circular active with us joining our facebook page. Thanks for keep visiting my website.