BWDB Question Solution 2019 – MCQ Test

Bangladesh Water Development Board(BWDB) Full Question Papers uploaded. BWDB MCQ Test has been completed and Here we try to Solved Full Question Papers. BWDB Question Solution 2019 are complete by our Briliant Student 😉 Before Solve BWDB question you need to check below Exam Paper set code with Exam Date.

BWDB Question Solution 2019

Are you looking for BWDB Question Solution 2019? If your answer is yes then you are right place. We upload Recently completed Job Question papers with solutions at ejobscircular.com . Now check below BWDB MCQ test solutions.

  • Post Name: Office Assistant cum computer Typist,Data Entry Operator (DEO)
  • Exam Date: 24 May 2019,
  • Exam Type: MCQ
  • Exam taker: IBA
Office Assistant cum computer Typist question solve
BWDB Question Solution 2019
BWDB Question Solution

ইংরেজী অংশ সমাধানঃ
১. The economic offences wing of the police force is continuing its search for the _ directors of Home Trade.

২. Trends are _: by the time you’ve identified something. it’s gone, or changed out of all recognition.

৩. Years later, the two women meet at their college and find that they have a natural _ for one another.

৪. You must _ on your actions and make sure that you are doing the right thing.

৫. You should always choose a career that _ your interest.

Find the odd word from the following list..

  1. A. Obstinate B. Headstrong C. Mutinous D. Obdurate E. None Ans: mutinous
  2. A. Perceptive B. Insightful C. Discerning D. Cunning E. None Ans: Cunning
  3. A. Willful B. Intentional C. Obvious D. Calculated E. None Ans: Obvious
  4. A. Validate B. Ratify C. Certify D. Corroborate E. None Ans: None
  5. A. Consolidate B. Merge C. Disperse D. Amass E. None Ans: Disperse
    In each of the following sentences, identify the missing word from the given choices. If no word is missing, choose option E. ( Questions 11 to 15 )

১১. Nabid has asked me to convey his heartfelt thanks to all those who stood and supported him.

Bangladesh Water Development Board(BWDB) Job Circular 2022 – https://rms.bwdb.gov.bd/orms
For more information click above the link

১২. The wood abounds wildlife, including badgers, foxes, shrews, butterflies and an array of birds.

১৩. Now however, she has grown weary the media, which she knows will make capital out of her marital split.

১৪. In order to make a creature that even vaguely resembles the comic book version, special effects are obviously necessary.

১৫. The explosion of global trade in the postwar era attributed to lowering tariffs and other trade barriers.

Identify the incorrect segment of each sentence. (Questions 16 to 20)

১৬. How long (A) does it take to (B) get the station (C) on foot (D) from your house? (E) No error

১৭. I was (A) so angry that I (B) took the (C) watch broken (D) to the jewelers to (E) get my money back.

১৮. (A) Financial problems beset (B) many of the (C) early museums in the US, causing (D) its closure. (E) No error

১৯. (A) Manufacturers of consumer (B) goods often (C) change the style of (D) them products. (E) No error

২০. I (A) used to be keen (B) of all (C) scientific subjects but now (D) I would prefer to (E) study art

This question copy from : jobstestbd.com

বাংলা অংশ সমাধানঃ
২১. নিচের কোন বানানটি শুদ্ধ-স্বাতন্ত্র

২২. গদ্য সাহিত্য কোন যুগের সৃষ্টি? উত্তরঃ আধুনিক যুগ

২৩. হোমার কোন দেশের কবি? উত্তরঃ গ্রিস

২৪. তিমির হননের কবি কার উপাধি? উত্তরঃ জীবনানন্দ দাশ

২৫.‘মর্সিয়া’ শব্দের অর্থ কি—শোক

২৬. নিচের কোন শব্দে নিত্য মূর্ধন্য ণ হয়—শাণিত

২৭.‘প্রৌঢ়’শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি—প্র+ঊড়

২৮. নিচের কোনটি ক্ষুদ্রার্থে স্ত্রীলিঙ্গ—গীতিকা

২৯. ‘এর জন্মের তরে বিদায় নিলাম’ এ বাক্যে‘ তরে’ অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে—মত অর্থে

৩০. রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোন রচনাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে উৎসর্গ করেন—কালের যাত্রা

৩১.‘ ফিকা নীল’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি—ঈষৎ নীল

৩২. ‘এ পেন্সিলে ভালো লেখা হয়।’ এ বাক্যে ‘ পেন্সিলে’ কোন কারকে কোন বিভক্তি—করণে ৭মী

৩৩.‘ অন্ধি সন্ধি‘ বাগধারাটির অর্থ কি—গোপন তথ্য

৩৪.‘ Basin’ পরিভাষাটি এর বাংলা প্রতিশব্দ কি—-অববাহিকা

৩৫. ‘যা উচ্চারণ করা যায় না’ এক কথায় প্রকাশ কি হবে—অনুচ্চার্য

৩৬.‘ সমক্ষ’ শব্দের বিপরীত শব্দ কোনটি—পরোক্ষ

৩৭.‘ বেগম’’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে—ফারসি

৩৮. নিচের কোন বাক্যটি শুদ্ধ— তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে

৩৯.‘ দন্ডকারণ্য’ নাটকের রচয়িতা কে— মুনীর চৌধুরী

৪০. ‘ছোট ছোট জমি বিক্রি করে দাও’ এ বাক্যে ‘ছোট ছোট’ দ্বিরুক্ত শব্দ কি অর্থ প্রকাশ করে–সামান্যতা

গণিত অংশ সমাধানঃ
৪১. একটি আয়তাকার বিলবোর্ডের ক্ষেত্রফল ১৯২ বর্গ ইঞ্চি এবং এর পরিসীমা ২৮ ইঞ্চি। এর প্রস্থ অপেক্ষা শতকরা কত কম।—

৪২.একটি বাক্সের দুই-তৃতীয়াংশ শারড পরীক্ষা করার পর ৪ টি ত্রুটিযুক্ত এবং বাকি ৩৬ টি ত্রুটিমুক্ত পাওয়া গেল।৮৫% শার্ট ত্রুটিমুক্ত পেতে হলে অবশিষ্ট শার্ট এর মধ্যে কতটি ত্রুটিমুক্ত স্বাদ পেতে হবে।

৪৩.পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ঃ১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর—

৪৪.একজন ব্যবসায়ী চেয়ার ও টেবিল’ প্রস্তুত করে। প্রতিটি শেয়ারের মূল্য ২০০০০০ টাকা এবং প্রতিটি টেবিল এর বিক্রয় মূল্য ২৭৫০ টাকা। গত মাসে সে যে পরিমাণ চেয়ার বিক্রি করে তার দ্বিগুণ পরিমাণ টেবিল বিক্রি করে থাকলে তার প্রতি একক পণ্যের বিক্রয় মূল্য কত?—

৪৫.কোন একটি নির্দিষ্ট সংখ্যাকে ১১ দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে। যদি সংখ্যাটির চার গুণ কে ১১ দিয়ে ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে?—

৪৬. একটি বিদ্যালয়ের চিত্রাংকন প্রতিযোগিতায় প্রত্যেক ছাত্র একটি করে ছবি আকল। সবার আকাশে দেখা গেল যে ১/৪ অংশ ফলের ছবি,২/৫ অংশ পাখির ছবি এবং বাকি ৮৬ গাছের ছবি আঁকা হয়েছে। ওই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত?—

৪৭. দৈনিক ৮ ঘন্টা কাজ করে ৪৭ জন কৃষক ৫৪ দিনে ৩২ বিঘা জমির ধান কাটতে পারে। দৈনিক কত ঘন্টা কাজ করলে ১৪১ জন কৃষক ৪৮ দিনে ৯৬ বিঘা জমির ধান কাটতে পারবে?-

৪৮. একটি ধারার ১ম সংখ্যাটি ৩,২য় সংখ্যাটি ৯। ৩য় সংখ্যা থেকে শুরু করে বাকি সংখ্যা গুলো পুরো 32 সবগুলো সংখ্যার গড়। ধারার ১১ তম সংখ্যাটি কত?—

৪৯. বাশির তার সঞ্চয় এর এক-পঞ্চমাংশ দিয়ে একটি বাড়ি কিনে এবং বাড়ির মূল্যের এক-তৃতীয়াংশ কোন দিয়ে একটি গাড়ি কিনে। বাড়ির জন্য সে তার মোট অঞ্চলের কত অংশ খরচ করল?—

৫০.একটি ক্লাবে ১৭৮৯ টাকা চাঁদা তোলা হলো। যদি প্রতি সদস্য কমপক্ষে ৩০ টাকা চাঁদা দিয়ে থাকে তাহলে ক্লাবের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে?—

৫১. একটি চাকা ঘন্টায় ১৪০০ বার ঘোরে।‘X’ সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে ?—

৫২.জুয়েল ১২ মিনিট ৪৫ সেকেন্ড 1 মাইল পথ অতিক্রম করে। কোয়েল একই পথ ১০ মিনিট১২ সেকেন্ডে অতিক্রম করে। কোয়েলের গতিবেগ অর্জন করতে চাইলে জুয়েলকে তার গতিবেগ কত টুকু বাড়াতে হবে?—
৫৩. যদি‘ ক’ এবং‘ খ’ 2 টি পূর্ণ সংখ্যা হয় এবং৫ক+৩খ =১৭ হয়, তাহলে নিচের কোনটি‘ খ’ এর মান হতে পারে?—
৫৪. জাইন একা ১২ দিনে একটি কাজ করতে পারে। সে কাজটির২/৩ অংশ শেষ করার পর অবশিষ্ট কাজটি হামিদ ৭ দিনে শেষ করে। কাজটির ৩/৭ অংশ শেষ করতে হামিদের এক আর কতদিন লাগবে?—
৫৫. একজন টিভি বিক্রয় কর্মীর প্রতিটি জিবিবিপিওয়ার জন্য ৩৬০ টাকা এবং বিক্রয় মূল্যের উপর ৩% হারে কমিশন পায়। অন্য একজন বিক্রয় কর্মীর জন্য বিক্রয় মূল্যের ওপর ৬% আরে কমিশন পায়। টিভি বিক্রয় মূল্য কত হলে দুজনের কমিশন সমান হবে?—
৫৬. একটি টিভির মূল্য বছরের শুরুতে যা থাকে বছরের শেষে মোর আসবে তার তিন-চতুর্থাংশ হয়। টিভির মূল্য তিন বছর শেষে ৬৭৫০ টাকা হলে প্রথম বছরের শুরুতে এর মূল্য কত ছিল?—
সাধারণ জ্ঞান ও কম্পিউটার অংশ সমাধানঃ
৫৭. বাংলাদেশের জাতীয় পতাকা সর্বপ্রথম কোথায় উত্তোলন করা হয়—ঢাকা বিশ্ববিদ্যালয়ে

৫৮. বাংলার প্রাচীনতম শিলালিপি‘ ব্রাহ্মী লিপি’ কোথায় পাওয়া গেছে—মহাস্থান গড়ে

৫৯. ঐতিহাসিক‘ সোনাবিবির মাজার’ কোথায় অবস্থিত—সোনারগাঁও

৬০. পালা গান মূলত কোন অঞ্চলের গান—

৬১. বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত—

৬২. ম্যাকাও দ্বীপটি আগে কোন দেশের উপনিবেশ ছিল—

৬৩. ইউরোপের একমাত্র মুসলিম অধ্যুষিত দেশ কোনটি—

৬৪. শিল্প বিপ্লবের সূচনা হয় কোন দেশ থেকে—

৬৫. নিচের কোন সংস্থাটি একাধিকবার নোবেল পুরস্কার লাভ করেছে—

৬৬. নিচের কোন প্রণালীটি উত্তর আটলান্টিক ও ভূমধ্যসাগর কে যুক্ত করেছে—

৬৭ .বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন—

৬৮. বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত—

৬৯. বাংলাদেশের সর্বপ্রথম আবিষ্কৃত গ্যাসক্ষেত্র কোনটি—

৭০. নিচের কোন প্রতিষ্ঠানটি স্বাধীনতা পদক 2019 পেয়েছে—

৭১. বাংলাদেশের উপকূলীয় জেলা কতগুলো—

৭২. বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড়ু কে—

৭৩. MS Excel এ =Sum(C12:C19)লেখা হলো। এখানে Sum কী—

৭৪.ভূ প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে—

৭৫. তিতাস কোন নদীর উপনদী—

৭৬. বাংলাদেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কোথায় স্থাপিত হয়—-

৭৭. পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কি—

৭৮. কম্পিউটারের হার্ডডিক্স কি ধরনের মেমোরি–

৭৯. MS Word এ ডকুমেন্ট এর File, Edit, View ইত্যাদি সব বিশিষ্ট লাইনটিকে বলা হয়?

৮০. কম্পিউটারে পৃন্ট স্ক্রীন করা হয় কী-বোর্ডের কোন কী দিয়ে?

BWDB Data Entry Operator (DEO) Exam Question Solution 2019, BWDB Exam Question Full Solved 2019, BWDB Office Assistant cum computer Typist Exam Question Solution 2019 are is now on our website. If you like this post then don't forget to share with your Friends.