Skip to content
Home » guides » জন্ম নিবন্ধন অনলাইন আবেদন

জন্ম নিবন্ধন অনলাইন আবেদন

জন্ম ও মৃত্যু নিবন্ধন নির্দেশিকা ২০২২  প্রণয়ন করা হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন এর মাধ্যমে বাংলাদেশের সকলকে জন্ম ও মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। চলমান ভোটার হালনাগাদ এ জাতীয় পরিচয় পত্র করতে জন্ম নিবন্ধন অনলাইন করা জরুরি। বাংলাদেশের আইন অনুযায়ী জন্ম এবং মৃত্যুর 45 দিনের মধ্যে নিবন্ধন করার কথা বলা হয়েছে। জন্ম নিবন্ধন করা থাকলে দেশের নাগরিক বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকেন। আজকে আমরা অনলাইন থেকে কিভাবে জন্ম নিবন্ধন বের করা যায় সেই বিষয়ে ধারণা দিব।  আপনাকে বোঝানোর   সুবিধার্থে আমরা বাস্তবিক ভাবে একটি শিশুর জন্ম নিবন্ধনের আবেদন করব। যে কেউ আমাদের এই পদ্ধতিতে নতুন করে অনলাইন হতে জন্ম নিবন্ধন বের করতে পারবে।

 বর্তমান বাংলাদেশে  নতুন করে ভোটার   হালনাগাদ ২০২২  শুরু হয়েছে। জাতীয় পরিচয় পত্র আবেদনের ক্ষেত্রে অনলাইন থেকে ডাউনলোড কৃত জন্ম নিবন্ধন  কপি লাগবে। জন্ম নিবন্ধন কার্ড ছাড়া আপনি ভোটার আবেদন করতে পারবেন না। তাই অনলাইন থেকে জরুরি ভিত্তিতে জন্ম নিবন্ধন আবেদন করে রাখুন। যাদের নিবন্ধনে বিভিন্ন  ধরনের সমস্যা রয়েছে সেগুলো সমাধান নিয়ে আমরা পরবর্তী পোষ্টে বিস্তারিত লিখব। 

চলুন দেখে নেয়া যাক কিভাবে অনলাইন থেকে জন্ম নিবন্ধন আবেদন করা যায়।

 প্রথমে গুগোলে লিখুন জন্ম নিবন্ধন আবেদন

অথবা

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে এই লিংকে ক্লিক করুন- https://bdris.gov.bd

আপনি যদি বিদেশে না থেকে থাকেন তাহলে কোন কিছু না করে সরাসরি পরবর্তী বাটনে ক্লিক করুন। আর বিদেশে থাকলে নিচের দেখানো দূতাবাস লাইনে চেকমার্ক দিয়ে পরবর্তী ধাপ অনুসরন করুন। 

আপনার জন্ম নিবন্ধন অনলাইনে চেক করতে এই লিংকে ক্লিক করুন 

যেহেতু আমি বাংলাদেশে থাকি তাই কোন রকম ঝামেলা না করে পরবর্তী বাটনে ক্লিক করে দিলাম। 

উদাহরণ হিসেবে নাম দিলাম-  আব্দুল্লাহ আর্সালান 

এখানে নামের প্রথম অংশ আব্দুল্লাহ এবং নামের শেষাংশ আর্সালান লিখে দিয়েছি। 

একইভাবে ইংরেজিতে নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ লিখে দিতে হবে। 

পরবর্তী ধাপে জন্মতারিখ সঠিকভাবে ক্যালেন্ডারে সিলেক্ট করে দিন।

জন্ম নিবন্ধন সম্পন্ন করার জন্য বেশ কিছু ডকুমেন্ট প্রয়োজন। সেগুলো কাছে সংরক্ষিত করতে হবে।

 যেমন- 

১) চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র অথবা ইপিআই টিকাদান কার্ড এর সত্যায়িত কপি।

২)পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট 

আপনার কাছে ডকুমেন্ট গুলো থাকলে উপরের দেখানো আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে বাটনে ক্লিক করুন ।

পরবর্তী ধাপে ডাকঘর, গ্রাম/ এলাকার নাম, বাসায়  ও সড়কের নাম বাংলা এবং ইংরেজিতে লিখে দিতে হবে ।

সবকিছু পূরণ করা হয়ে গেলে একবার চেক দিয়ে পরবর্তী ধাপে চলে যান।

এখন আপনাকে বর্তমান ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা নির্বাচন করতে হবে। তারপর আবার পরবর্তী ধাপে চলে যান।

টিকা কার্ড, পিতা-মাতার ভোটার আইডি কার্ডের কপি এবং চিকিৎসা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ছাড়পত্র আপলোড করুন ।

এখন সংযোজন বাটনে ক্লিক করে টিকা কার্ড এবং পিতার জন্ম নিবন্ধন আপলোড করতে হবে।
পরবর্তী পেজে সবকিছু করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যদি কোন ধরনের সমস্যা হয়ে থাকে আপনার আবেদন করতে তাহলে আমাদেরকে জানাতে পারেন আমরা যথেষ্ট চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান করতে।